রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শনে আসলে নবাগত গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেদায়েতুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।