
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কোচাশহর একাদশ ২-১ গোল ব্যবধানে শাখাহার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ শাখাহার একাদশকে রানার্সআপ ট্রফি ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
গোবিন্দগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম এবং সহকারী রেফারি ছিলেন হাবলু ও সুমন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম।
ফাইনাল খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগমে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
গাইবান্ধা প্রতিনিধি 








