
গাইবান্ধায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ মাদককারবারি গ্রেপ্তার
১৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার।
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রথম অভিযান : যোগীপাড়া থেকে দু’জন গ্রেপ্তার
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে ডিবি পুলিশের একটি টিম সাঘাটা থানার ৩নং সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া গ্রামে অভিযান চালায়।
অভিযানে মো. আরিফুল ইসলাম আকন্দ (৪৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
এসময় তার সহযোগী বিধান চন্দ্র রায় (৪২)-এর কাছ থেকেও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
দ্বিতীয় অভিযান : সাকোয়া দক্ষিণপাড়া থেকে আরও একজন গ্রেপ্তার
এর আগে শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে ডিবি পুলিশের আরেকটি দল সাঘাটা থানার ২নং ভরতখালী ইউনিয়নের সাকোয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মিজানুর রহমান মিজান (৪০) ৭০ পিস ইয়াবাসহ তার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে আটক হন।
তার বিরুদ্ধে সাঘাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।










