
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পৌর শহরের সমবায় মার্কেটে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রণয়নকারী সংস্থা, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া বেগম গিনি। সঞ্চালনায় ছিলেন মোঃ শাহ কামাল।
সভায় মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত উদ্যোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারহান শেখ, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম রুবেল ও মোঃ হারুনর রশীদ বাদল, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বাবু।
বক্তারা বলেন, মানবাধিকার শুধু বইয়ের শব্দ নয়; এটি প্রতিটি মানুষের নিরাপত্তা, সম্মান ও ন্যায্যতার মৌলিক অধিকার। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং আইনি সহায়তা সহজতর করার বিষয়ে জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আশিক ইমরান তামজিদ, মোঃ নিয়াম শেখ, মোঃ তানজিমুল হাকীম বিশাল, মোঃ মনু খন্দকার, মোঃ মশিউর রহমান, মোছাঃ মেহজাবীন জীম, মোছাঃ পাপিয়া বেগম, মোছাঃ আফসানা মিমি, মোছাঃ রুহি বেগম, মোছাঃ সোহানা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় মানবাধিকার সুরক্ষায় সকল শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
গাইবান্ধা প্রতিনিধি 








