গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
গাইবান্ধায় তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)। সংগঠনের নিজস্ব উদ্যোগে সোমবার দুপুরে শহরের ডিবি রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দ।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন:
গোবিন্দলাল দাস: প্রবীণ সাংবাদিক ও উপদেষ্টা, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)।
অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু: উপদেষ্টা, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)।
আবেদুর রহমান স্বপন: সাধারণ সম্পাদক, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, "গাইবান্ধার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বর্তমানে জেঁকে বসা শীতে ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিকদের এই সংগঠনটি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবানদেরও উচিত এই কনকনে শীতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।"
এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় মানুষগুলো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।