
গাইবান্ধায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা | ১২ জানুয়ারি, ২০২৬
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
আজ সোমবার (১২ জানুয়ারি) তিনি জেলার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত সেনাসদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণ
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মাসুদুর রহমান মোল্লা ক্যাম্পগুলোতে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির খোঁজখবর নেন। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান:
”একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করবে।”
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলার বিশেষ সহায়তায় সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও নির্ধারিত এলাকাগুলোতে সেনাসদস্যরা মোতায়েন রয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি 








