ধানের শীষের পক্ষে জনমত গঠনে ফুলছড়ি ও সাদুল্ল্যাপুরে প্রতিনিধি সভা
গাইবান্ধা প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি ও সাদুল্যাপুর উপজেলায় পৃথকভাবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। ধানের শীষ প্রতীকই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক—এ কথা তুলে ধরে তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ফুলছড়ি উপজেলা প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ এবং সভা সঞ্চালনা করেন ফারুক মিয়া।
অন্যদিকে, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাঈদুল ইসলাম মিঠু এবং সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু।
উভয় সভায় যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়া, ভোটার উপস্থিতি বাড়ানো এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদারের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।