শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী ও গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযান: পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার।

নীলফামারী ও গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযান: পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার।

​নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২৬
​নীলফামারী ও গাইবান্ধা জেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে পরিত্যক্ত অবস্থায় এই আগ্নেয়াস্ত্রগুলো জব্দ করা হয়।
​নীলফামারীতে বিদেশি পিস্তল উদ্ধার
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প) এর একটি আভিযানিক দল জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে অভিযান চালায়। পূর্ব বালাগ্রাম এলাকায় জনৈক মো. তোফাজ্জলের বাঁশ বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
​গাইবান্ধায় ওয়ান শুটারগান উদ্ধার
​এদিকে, একই রাতে ২টা ৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা ক্যাম্প) অপর একটি অভিযান পরিচালনা করে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
​আইনগত ব্যবস্থা
​র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান:
​”অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
​তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারন

নীলফামারী ও গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযান: পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার।

Update Time : ০৮:২২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

নীলফামারী ও গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযান: পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার।

​নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২৬
​নীলফামারী ও গাইবান্ধা জেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে পরিত্যক্ত অবস্থায় এই আগ্নেয়াস্ত্রগুলো জব্দ করা হয়।
​নীলফামারীতে বিদেশি পিস্তল উদ্ধার
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প) এর একটি আভিযানিক দল জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে অভিযান চালায়। পূর্ব বালাগ্রাম এলাকায় জনৈক মো. তোফাজ্জলের বাঁশ বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
​গাইবান্ধায় ওয়ান শুটারগান উদ্ধার
​এদিকে, একই রাতে ২টা ৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা ক্যাম্প) অপর একটি অভিযান পরিচালনা করে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
​আইনগত ব্যবস্থা
​র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান:
​”অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
​তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।