
গাইবান্ধা-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খাঁন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারন জোরদার করতে পথসভা ও বৈঠক করেছে গাইবান্ধা জেলা শ্রমিক দল।
শুক্রবার রাতে গাইবান্ধা জেলা শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয়ে এ নির্বাচনী প্রচার পথসভা ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকসী, জেলা জাসাসের সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন,পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক কেনান হক্কানীসহ জেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খাঁন বাবুর বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।