
গাইবান্ধা সদর–২ আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল তিনটায় গাইবান্ধা ইসলামীয়া হাইস্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।গণমিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আব্দুল করিম সরকারসহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্বাচনী নির্দেশনা প্রদান করেন।বক্তব্যে নেতারা বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 














