ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা উত্তর ধোপাডাঙ্গা গ্রামে।এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের বিবরনী থেকে জানা যায়, ভুক্তভোগী শহিদুল ইসলাম তার পিতার কাছে থেকে পাওয়া সাড়ে ১৩ শতক জমি তার জেঠাতো ভাই ওয়াহেদ আলী দীঘ দিন ধরে জোর পুর্বক দখল করে আছে।
এমন অবস্থায় গত বুধবার দুপুরে ভুক্তভোগী শহিদুল ইসলামের ভাই নয়ন মিয়া বিরোধপুর্ন জমিতে গিয়ে তাদের জমি ছেড়ে দিতে বললে এতে ক্ষীপ্ত হয়ে ওয়াহেদ আলী তার ছেলে কিরন মিয়া, ভাতিজা শাকিল মিয়া ও ভাগিনা রনি মিয়া কে নিয়ে মারপিট করে এবং নানা রকম হুমকি দেয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ত্রনে আনে। ঘটনাটির পর থেকে নিরাপত্তা হীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি। পুলিশ ও প্রশাসনের নিকট নিরাপত্তা চেয়েছেন তারা।
অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল ওয়াহেদ আলী।