গাইবান্ধা জেলা সদরের পৌর এলাকার ব্রীজ রোড মিস্ত্রিপাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
(১৪ মার্চ)শুক্রবার সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী এন এইচ মর্ডান উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
যুবনেতা জন আহম্মেদের সভাপতিত্বে ও রবিনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক ছানা।
এ ছাড়াও ব্রীজ রোড যুব সমাজের উদ্যেক্তা সদস্য রাকিব, জিয়াম, অনিক, রাব্বি, রিফাত সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেনীপেশার ৭০০ জন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে মোনাজাত অনুষ্ঠিত হয়।