
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা জেলার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজা মার্কেটের দেশি ভোজ রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এবি পার্টির জেলা সমন্বয়ক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে ও সুন্দরগঞ্জ উপজেলার এবি পার্টির আহব্বায়ক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান।
বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ শহিদুল ইসলাম ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু হেলাল।
এছাড়াও এবি পার্টির সিনিয়র সহ সমন্বয়ক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মঞ্জুরুল হক সাচ্ছা, গাইবান্ধা সদর উপজেলার সদস্য সচিব মোঃ রানা মিয়া সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।