
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপের রাজনৈতিক ভাবে ভাবমুর্তি খর্ব করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল সোমবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ সেলিম আহম্মেদ তুলিপ। তিনি জানান, সাঘাটা উপজেলা বিএনপি কে সাংগঠনিক ভাবে গতিশীল ও শক্তিশালী করে যাচ্ছেন।
কিন্তুু তার দলের লোকজন সাংগঠনিক ভাবে সুবিধা করতে না পেরে তাকে রাজনৈতিক ভাবে কোনঠাসা করার জন্য নানা রকম অপচেষ্টা তে লিপ্ত হয়েছে এবং তার নামে মিথ্যা তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
সম্প্রতি সাঘাটা ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল মারামারিতে আহত হওয়ার ঘটনায় তাকে মিথ্যা ভাবে জড়িয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ও সংবাদপত্রে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে।
তিনি এই ঘটনার সাথে কোন ভাবেই জড়িত ছিলেন না। আবার সাঘাটা বাজারে জুতার দোকানে তার বোনকে ইভটিজিং করার জন্য সাংবাদিক আনোয়ার হোসেনের ছেলে মারধরের শিকার হয়। এখানেও তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।
সাঘাটা উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমি আকতার মিষ্টি তাকে জড়িয়ে যে সংবাদ সম্মেলন করেছে সে বিষয়ে তার কোন সংশ্লিষ্টতা নেই। তাকে হুমকি দেওয়া তো দুরের কথা বরং বিগত ৬ মাসে তার সাথে কথা পর্যন্ত বলেন নি।
তিনি আরো অভিযোগ করেন যে, তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারলে আওয়ামীলীগের দোসররা তাদের সব ধরনের অপকর্মে চালিয়ে যেতে পারবে। সামনে তিনি যাতে উপজেলা বিএনপির কাউন্সিলে প্রার্থী হতে না পারে মুলত সেই লক্ষ্যে এসব চক্রান্ত হচ্ছে।
তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং এসব কাজের সাথে জড়িতদের বিএনপির নীতি নির্ধারকদের কাছে সাংগঠনিক ভাবে শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, আহব্বায়ক আনিসুর রহমান ।
এছাড়াও জুমারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহব্বায়ক আতাউর রহমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল হোসেন, সাঘাটা উপজেলা জাসাসের আহব্বায়ক আমিনুল ইসলাম বুলবুল, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।