
গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের খেওয়াঘাট এলাকার মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ ছাদেকুল ইসলাম কনক(২৫) প্রেমিক কে ধর্ষনের দায়ে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কনক তার পাশের এলাকা হাসগাড়ী গ্রামের মোছাঃ রুম্পা আক্তার(১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে ৭ মাস পুর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে কনক ওই মেয়ে কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে। এমন অবস্থায় গত ৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় প্রেমিক কনক ঔই মেয়েকে ফোন করে ডেকে ফুলছড়ি উপজেলার বালাসিঘাট এলাকায় ঘুরতে নিয়ে যায়।
ওই দিন দুপুর আড়াই টার সময় নৌকায় করে নদীর ওপারে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। ধর্ষন শেষে প্রতারক কনক সেখান থেকে পালিয়ে যায়।পরে খবর পেয়ে মেয়ের পরিবার ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে ফুলছড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার এস আই আয়নাল হক বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।