সোহরাওয়ার্দীতে লোকে লোকারণ্য ‘মার্চ ফর গাজা

  • Reporter Name
  • Update Time : 01:30:20 pm, Saturday, 12 April 2025
  • 69 Time View

সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। চারপাশে শোভা পাচ্ছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা।

কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজাসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

সমাবেশে আসা মানুষ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

শনিবার সকালে ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আজকের মার্চ ফর গাজা শুধুই কোনো পদযাত্রা নয়—এটি এ অঞ্চলের মুসলিম উম্মাহর ঐক্যের একটি নতুন সেতুবন্ধন হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আমি এখন ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এই মিছিলে প্রিয়জনদের নিয়ে আপনিও অংশ নিন।

সুত্র: চ্যানেল আই অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

Popular Post

সুন্দরগঞ্জে বাদশা মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সোহরাওয়ার্দীতে লোকে লোকারণ্য ‘মার্চ ফর গাজা

Update Time : 01:30:20 pm, Saturday, 12 April 2025

সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় আনুষ্ঠানিক ভাবে কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। চারপাশে শোভা পাচ্ছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা।

কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজাসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান।

সমাবেশে আসা মানুষ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। একইসঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

শনিবার সকালে ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আজকের মার্চ ফর গাজা শুধুই কোনো পদযাত্রা নয়—এটি এ অঞ্চলের মুসলিম উম্মাহর ঐক্যের একটি নতুন সেতুবন্ধন হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আমি এখন ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এই মিছিলে প্রিয়জনদের নিয়ে আপনিও অংশ নিন।

সুত্র: চ্যানেল আই অনলাইন