
রংপুর বিভাগীয় বিএসটিআই এবং গাইবান্ধা জেলা প্রশাসন, এর উদ্যোগে আজ ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলার সদরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌর শহরের মেসার্স এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন, কে ভোক্তাদের কে পরিমানে কম দেওয়ার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মো: আহসান হাবীব এবং ফিল্ড অফিসার প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন। তারা জানান জনস্বার্থে বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।