
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার রুহুল আমিনের হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার চন্দিয়া বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রুহুল আমিনের ভাই রুবেল, আমিনুর, আলী আজম, স্ত্রী মুছলেমা, দুই ছেলে মেহেরাব ও হাসান, বোন সাগরিকা । এছাড়াও এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে রুহুল আমিন কে নৃশংস ভাবে হত্যা করে এনামুল, মজনু, মাহতাব, মুরাদ ও আনিসুর সহ তাদের কয়েকজন সহযোগী ।
মামলার পনেরো দিন পার হলে ১৪ জন আসামি মধ্যে ১ একজন সহযোগী আসামি গ্রেফতার হয়েছে। মুল আসামি সহ বাকিরা রয়েছে ধরা ছোড়ার বাহিরে। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কে নানা রকম হুমকি দিচ্ছে। বক্তারা বাকি আসামীদের দ্রুত গ্রেফতাদের জোর দাবী জানান।
এর আগে গত ৬ এপ্রিল রবিবার বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।