
জেলা সদরের চাঞ্চল্যকর পত্রিকা বিক্রেতা ও ইজিবাইক চালক আনিছুর রহমান ঠান্ডা এর হত্যা মামলার আসামি আরিফ(২৫) কে ২৪ ঘন্টার মধ্যে শহরের পৌর মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব -১৩ ।
আজ রবিবার রাত ৯ টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ শে এপ্রিল ভোর রাত্রী আনুমানিক ২ টার সময় পৌর শহরের পিডিবি নেসকো অফিসের সামনে আনিসুর রহমান ঠান্ডা কে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মরনাপন্ন অবস্থায় দুবৃত্তরা ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় ।
পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজে মারা যায় সে । এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে ।পরবর্তীতে র্যাব -১৩ তথ্য প্রযুক্তি ব্যবহার সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে আরিফ কে গ্রেফতার করে ।
গ্রেফতার আরিফ পৌর শহরের ডেভিট কোম্পানী পাড়ার মৃত শাহজাহান ঘটকের ছেলে । সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আসামী আরিফের বিরুদ্ধে একাধিক দস্যুতা ও চুরির মামলা রয়েছে । আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।