গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় ও এসএমই ফাউন্ডেশনের আয়োজনে উদ্যোক্তাদের অংশগ্রহনে ২দিন ব্যাপী ডিজিটাল মার্কেটিং ফর এসএমইএফ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ই ডিসেম্বর গাইবান্ধা টিটিসি এর কম্পিউটার ল্যাবে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়। এর আগে ২৯ ডিসেম্বর শনিবার সকালে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
নাসিব গাইবান্ধা জেলা ছাড়াও অনলাইন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত তরুণ উদ্যোক্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের আরো কর্ম দক্ষ করে গড়ে তুলতে ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করণে সহায়ক ভূমিকা রাখতে এমন কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।
২দিনের ডিজিটাল মার্কেটিং কর্মশালায় উদ্যোক্তাদের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মোঃ মোসলেহ উদ্দিন দীপু। ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের মাঝে গাইবান্ধা জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এ.কে.এম হেদায়েতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক হাসান, গাইবান্ধা টিটিসি এর অধ্যক্ষ প্রকৌশলী আঃ রহিম।