
মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করেছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক মেরাদিয়ায় পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে এলাকার বাসিন্দারা হাইকোর্টে রিট দায়ের করেন। তাদের যুক্তি ছিল মেরাদিয়া একটি আবাসিক এলাকা যেখানে পশুর হাট বসানো জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর।
হাইকোর্ট এই রিটের শুনানি শেষে ২০২৫ সালের ২৯ এপ্রিল মেরাদিয়া এলাকায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করে দেন। আদালত বলেন আবাসিক এলাকায় পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থী।
এই আদেশের ফলে মেরাদিয়া এলাকায় এবারের কোরবানির জন্য পশুর হাট বসানো সম্ভব হবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে গাবতলী পশুর হাটে ছোট ও মাঝারি গরুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। বেপারিরা দাম চড়া হলেও ক্রেতারা দরদাম করে গরু কিনছেন।