রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুক নিয়ে হট্টগোল, বিয়ের আসর থেকে বর আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৭০ Time View

নোয়াখালীর মাইজদীতে যৌতুক না দেওয়ার অভিযোগে বিয়ের আসরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর ও কনে পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ বরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় জেলা শহর মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬) পেশায় একজন ড্রাগ সুপার। তিনি নোয়াখালীতে কর্মরত থাকলেও তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কনে একজন অনার্সে পড়ুয়া শিক্ষার্থী, যার বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। কনের মামারা এই বিয়ের আয়োজন করেন।

কনে পক্ষের মামা হিরন ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুপুরে কনে পক্ষের ৩০০ লোকের জন্য মেহরান ডাইনে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথারীতি বর পক্ষের লোকজনকে খাওয়াদাওয়া দেওয়া হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে আর খোঁজে পাওয়া যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, পরে বরকে একটি রুমে পাওয়া গেছে। বর এসে কনে পক্ষের মামাদের নিকট ৫০ লাখ টাকা যৌতুকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে এসে পালিয়ে যাই। বিয়ে করবে না বলে জানিয়ে দেই। এই নিয়ে দুপক্ষের মধ্যেও হাতাহাতি হয়। পরে বর পক্ষের লোকজন এসে কনের লোকজনের ওপর হামলা করে।

এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন জানান, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। সে পালিয়ে যায়নি এবং ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেনি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার।

এই ঘটনায় জেলা শহর মাইজদীতে টক অব দা টাউনে পরিণত হয়েছে। স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক দাবি করছেন।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই ঘটনায় বরসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

যৌতুক নিয়ে হট্টগোল, বিয়ের আসর থেকে বর আটক

Update Time : ০৬:২৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

নোয়াখালীর মাইজদীতে যৌতুক না দেওয়ার অভিযোগে বিয়ের আসরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর ও কনে পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ বরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় জেলা শহর মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬) পেশায় একজন ড্রাগ সুপার। তিনি নোয়াখালীতে কর্মরত থাকলেও তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কনে একজন অনার্সে পড়ুয়া শিক্ষার্থী, যার বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। কনের মামারা এই বিয়ের আয়োজন করেন।

কনে পক্ষের মামা হিরন ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুপুরে কনে পক্ষের ৩০০ লোকের জন্য মেহরান ডাইনে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথারীতি বর পক্ষের লোকজনকে খাওয়াদাওয়া দেওয়া হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে আর খোঁজে পাওয়া যায় না। খোঁজ নিয়ে জানা গেছে, পরে বরকে একটি রুমে পাওয়া গেছে। বর এসে কনে পক্ষের মামাদের নিকট ৫০ লাখ টাকা যৌতুকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে এসে পালিয়ে যাই। বিয়ে করবে না বলে জানিয়ে দেই। এই নিয়ে দুপক্ষের মধ্যেও হাতাহাতি হয়। পরে বর পক্ষের লোকজন এসে কনের লোকজনের ওপর হামলা করে।

এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন জানান, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। সে পালিয়ে যায়নি এবং ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেনি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার।

এই ঘটনায় জেলা শহর মাইজদীতে টক অব দা টাউনে পরিণত হয়েছে। স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক দাবি করছেন।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই ঘটনায় বরসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।