বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে জামিন পেলেন নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৪৩ Time View

♦বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই জামিনের আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই সঙ্গে আসামি পক্ষের দাবী অনুযায়ী মামলার ঘটনার সময় আসামি দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সে মর্মে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে ২২ মে জামিন আবেদনের শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়।

২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের নামে এনামুল নামে একজনকে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়-অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শ’জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, অভিনেত্রী গ্রেপ্তারের পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। জুলাই আন্দোলনের ছাত্র নেতা থেকে শুরু করে শোবিজ তারকারা নিন্দা ও প্রতিবাদ জানান। এমনকি এ নিয়ে মুখ খোলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও। এ ঘটনায় তিনি বিব্রত বলে মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

অবশেষে জামিন পেলেন নুসরাত ফারিয়া

Update Time : ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

♦বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই জামিনের আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই সঙ্গে আসামি পক্ষের দাবী অনুযায়ী মামলার ঘটনার সময় আসামি দেশের বাইরে ছিলেন কিনা, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সে মর্মে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে ২২ মে জামিন আবেদনের শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়।

২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের নামে এনামুল নামে একজনকে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়-অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শ’জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, অভিনেত্রী গ্রেপ্তারের পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। জুলাই আন্দোলনের ছাত্র নেতা থেকে শুরু করে শোবিজ তারকারা নিন্দা ও প্রতিবাদ জানান। এমনকি এ নিয়ে মুখ খোলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও। এ ঘটনায় তিনি বিব্রত বলে মন্তব্য করেন।