
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে র ্যাব -১৩।
শুক্রবার(২২মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র ্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় র ্যাব -১৩ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানার ফৌজদারি মামলার ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ শেখ ফরিদ(৩০) কে উপজেলার (বড়দাহ) বালুয়াপাড়া গ্রামে আত্নগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে।
আসামি মোঃ শেখ ফরিদ (বড়দাহ) বালুয়াপাড়া গ্রামের মোঃ শামছুল হকের ছেলে। এ ঘটনায় গ্রেফতার আসামি শেখ ফরিদ কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।