বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

সমাজসেবক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন গাইবান্ধার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, এভিসিএফ মো. ইউসুফ আলী ও জাহিদ।

এছাড়া উদ্যোক্তা মাহাবুবুর রহমান, নাসির, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আতাউল রহমান, মিঠু মিয়া, নুরুল আলম সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “নিরাপদ ও টেকসই মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

তারা আরও বলেন, “গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের আধুনিক পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিলে উৎপাদন বৃদ্ধি ও বাজারে মানসম্মত পণ্য সরবরাহ সম্ভব হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের চাষের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গাইবান্ধায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Update Time : ০৩:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

গাইবান্ধায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

সমাজসেবক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন গাইবান্ধার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, এভিসিএফ মো. ইউসুফ আলী ও জাহিদ।

এছাড়া উদ্যোক্তা মাহাবুবুর রহমান, নাসির, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আতাউল রহমান, মিঠু মিয়া, নুরুল আলম সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “নিরাপদ ও টেকসই মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

তারা আরও বলেন, “গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের আধুনিক পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিলে উৎপাদন বৃদ্ধি ও বাজারে মানসম্মত পণ্য সরবরাহ সম্ভব হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের চাষের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।