
গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও জাসাস পৌর শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের বজলুল করিম রপু।
জাসাস পৌর শাখার সভাপতি মাহামুদ হাসান রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্যাপুর-পলাশবাড়ির বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সুন্দরগঞ্জের ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গোবিন্দগঞ্জের শামীম কায়সার লিংকন, ফুলছড়ি-সাঘাটার ফারুক আলম সরকার, জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, জাসাস সদর উপজেলা সাধারণ সম্পাদক মোন্তাসির বিল্লাহ রিয়াদ, মুজাহিদুল ইসলাম মিথান, হায়দার আলী ফারাজী, সাগর রহমান, মেহেদী হাসান হালিম, মিলন মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস সদর উপজেলা শাখার সভাপতি মো. দেওয়ান মানিক।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। কারণ বিএনপি সাধারণ মানুষের রাজনীতি করে, বিএনপি সরকার হলে দেশের উন্নয়ন হয়। মানুষ এখন বুঝতে পেরেছে সরকার গঠন করতে হলে বিএনপি ছাড়া কোন গতি নেই। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্টভাবে বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করবে।
গাইবান্ধা প্রতিনিধি 














