সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। ওই সময় ব্যাংকের ভেতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল উত্তোলিত টাকায় জাল নোট আছে বলে দাবি করে পরীক্ষা করার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

রবিবার সকালে রফিকুল আবারও একই ব্যাংকে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকলে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাকে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ফোর্সসহ গিয়ে ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করেন।

সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, “সেদিনের ঘটনা নজরে রেখে আমরা নিরাপত্তা আরও জোরদার করেছি। গ্রাহকদের লেনদেনের সময় সতর্ক থাকা জরুরি।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আটক রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

Update Time : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার চেষ্টা; চক্রের সদস্য আটক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। ওই সময় ব্যাংকের ভেতরে ওত পেতে থাকা প্রতারক রফিকুল উত্তোলিত টাকায় জাল নোট আছে বলে দাবি করে পরীক্ষা করার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

রবিবার সকালে রফিকুল আবারও একই ব্যাংকে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকলে সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাকে সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ফোর্সসহ গিয়ে ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করেন।

সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, “সেদিনের ঘটনা নজরে রেখে আমরা নিরাপত্তা আরও জোরদার করেছি। গ্রাহকদের লেনদেনের সময় সতর্ক থাকা জরুরি।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আটক রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”