
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন যুবক আটক।
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে তুলার মিলের পাশ দিয়ে সাঘাটা গামী পাকা সড়কে অবস্থানকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ত্রিমোহনী বাজারে মুশফিকা ফার্নিচারের পশ্চিম পাশে একটি সবুজ রঙের নম্বরবিহীন যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির পিছনের সিটে থাকা তিন যাত্রীর দেহ তল্লাশি করলে প্রত্যেকের পেটের সঙ্গে নীল পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি করে মোট ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১) মোঃ আবুল হাসেম (২৪), সাং-মালগাড়া (খাকের চওড়া), ইউপি-গোড়ল, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট।
২) মোঃ মাহাবুব হোসেন ওরফে মাহাবুর (২৩), সাং-শিবরাম বাঁশবাড়ী, ইউপি-মোড়ল, থানা-কালিগঞ্জ, লালমনিরহাট।
৩) মোঃ মনির হোসেন (২১), সাং-শিবরাম বামনটারি, ইউপি-গোড়ল, থানা-কালিগঞ্জ, লালমনিরহাট।
জব্দকৃত গাঁজার ওজন ৩ কেজি এবং স্থানীয় অবৈধ বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি 
























