
- গাইবান্ধায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত
গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সৈকত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে গাইবান্ধা–সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে সদর থানা পুলিশ।
নিহত সৈকত গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার বাসিন্দা আলি আহমেদের ছেলে। স্বজনরা জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সৈকত মাদক সেবন ও কারবারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি জেল থেকে বের হওয়ার পর কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়ে থাকতে পারে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
গাইবান্ধা প্রতিনিধি 








