
গাইবান্ধার ফুলছড়িতে ৮ জুয়াড়ি ইউপি সদস্যসহ আটক।
গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ আট জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের মোঃ মহিদুল ইসলামের বসতবাড়ির টিনসেট ঘরে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আসরে হানা দেওয়া হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৯২ হাজার ১৭০ টাকা উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ আশরাফ আলী (৩৫), গ্রাম: গলনার চর
২) শ্রী দীজেন চন্দ্র বর্মন (৪৩), গ্রাম: পূর্ব ছালুয়া
৩) মোঃ বকুল মিয়া (৪৫), ইউপি সদস্য, ৩ নং ওয়ার্ড, উড়িয়া ইউনিয়ন, গ্রাম: উড়িয়া
৪) নয়ন চন্দ্র বর্মন (৩৫), গ্রাম: পূর্ব ছালুয়া
৫) মোঃ নবাব আলী (৪৫), গ্রাম: মধ্য উড়িয়া
৬) মোনতোস বর্মন (৩৬), গ্রাম: পূর্ব ছালুয়া
৭) মোঃ সাইফুল ইসলাম সাজু (৪০), গ্রাম: গজারিয়া
৮) মোঃ সাজু মিয়া (৪৩), গ্রাম: রতনপুর, সর্বখালা ফুলছড়ি
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল—
৫ সেট তাস, হিসাবের খাতা, ৫টি গ্যাস লাইট, ৩ প্যাকেট স্টার সিগারেট, ৩ প্যাকেট নেভী সিগারেট, কমলা রঙের প্লাস্টিক ত্রিপল, একটি নীল কম্বল ও নগদ ৯২,১৭০ টাকা।
এ ঘটনায় ঘর মালিক মোঃ মহিদুল ইসলাম (৪০) পলাতক রয়েছে। তিনি নিজের বসতবাড়ির টিনসেট ঘরটি জুয়ার আসর হিসেবে ভাড়া দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (নম্বর-৩, জিআর-১১৯/২৫) রুজু করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি 








