
গাইবান্ধায় আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি :
বিজয় মাস উপলক্ষে গাইবান্ধার অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম গাইবান্ধা জেলা শাখা।
সোমবার বিকেলে বাংলাদেশি প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় সংগঠনটির কার্যালয়ে এ হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
আঞ্জুমান মুফিদুল ইসলামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানীর সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এস.এম হুমায়ুন ইকবাল, যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান শহীদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী সদস্য আতিক হাসান মন্ডল (লেবু), মো. শাহজাহান খন্দকার, মাহফুজার রহমান স্বপনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সংগঠনটি গাইবান্ধা জেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও জেলার অসহায় মানুষের পাশে থাকতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের পাশাপাশি দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল)ও বিতরণ করা হয়।
গাইবান্ধা প্রতিনিধি 










