সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ছোট ভাই হাতেম আলীকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কাবিল হোসেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​ছেলের বিয়ের আনন্দঘন পরিবেশে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারা)-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

Update Time : ১১:০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ছোট ভাই হাতেম আলীকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান কাবিল হোসেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​ছেলের বিয়ের আনন্দঘন পরিবেশে এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।