গাইবান্ধায় মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।

- গাইবান্ধায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা |
১৪ জানুয়ারি, ২০২৬
গাইবান্ধায় মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম শফিউল ইসলাম সুমন (৪২)। তিনি গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে নারায়ণপুর গ্রামের বাকির মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে একটি মুদির দোকান থেকে শফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে চট্টগ্রাম দায়রা আদালতের একটি মাদক মামলায় (জিআর মামলা নং-৭৪/১৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।।
Tag :