
জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সংবাদ সম্মেলন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৩ জানুয়ারি) সকাল ১০টায় শহরের জেলা জামায়াত অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবীর রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর নুরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন উপজেলা আমীর সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।
এসময় জেলা আমীর আব্দুল করিম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আমিরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ।
আগামী ২৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভাটি সকাল নয়টায় শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হবে বলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশা জেলা আমীরের।
গাইবান্ধা প্রতিনিধি 














