সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে সদরের দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘাগোয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ মোস্তাক আহমেদ মোস্তাক, সদস্য সচিব মোঃ আনিছুরজ্জামান খান লোহানী তুষার, সদর থানা কৃষক দলের আহব্বায়ক মোঃ আবু তাহের সরকার, সদস্য সচিব মোঃ বুলবুল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মধু মিয়া শহর কৃষক দলের আহব্বায়ক মোঃ মাসুদ রানা, জেলা কৃষক দলের সদস্য কৃষিবিদ কাদের চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন,সদর থানা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন, ঘাগোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ মিয়া, কামারজানী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান পাপুল হাসান, সহ অনেকে।
সমাবেশে বক্তরা,কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।