গাইবান্ধা জেলা সদরের মোল্লারচর ইউনিয়নের সিধাই চরে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব আবুল হোসেন(৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তি কে এলোপাথাড়ি মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব আবুল হোসেনের ছোট ভাই মোঃ খালেকুজ্জামান বাদী হয়ে ৬ জন কে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, সিধাই চরের মৃত আলহাজ্ব আব্দুল বারীর ছেলে মোঃ আবুল হোসেন ও তার পরিবারের লোকজন দের সাথে একই গ্রামের মৃত আলহাজ্ব আবু হানিফের ছেলে মোঃ আইয়ুব আলী(৩৮) ও তার ৩ ভাই মোঃজেলহক হোসেন কালু(৩৬),মোঃ শাহজাহান মিয়া(৪০),মোঃ দেলোয়ার হোসেন(৩২)এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ কে কেন্দ্র করে গত সোমবার বেলা ১১ টার সময় ভুক্তভোগী আবুল হোসেন ও তার চাচাতো ভাই ছবদের(৪০)শহর থেকে গ্রামে যাওয়ার সময় কামারজানী বাজারে পৌছালে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শাহজাহান মিয়া তার ৩ ভাই ও তাদের সহযোগী আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম কে নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এতে ভুক্তভোগী আবুল হোসেন আহত হলে তার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাদের আত্নচিৎকারে আশেপাশে লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ ঘটনার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।
News Title :
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেন নামে এক বৃদ্ধ কে এলোপাথাড়ি মারধরের অভিযোগ
- Reporter Name
- Update Time : 12:25:18 pm, Wednesday, 15 January 2025
- 119 Time View
Tag :
Popular Post