তাবলীগ জামাতের উভয় পক্ষের বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল ১১ টায় শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সচেতন ছাত্র সমাজের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের ছাত্র মোঃ জোবায়ের।
এ সময় তিনি তিনটি প্রস্তাব জানান, সেগুলো হলো সাদ পন্থি ও জোবায়ের পন্থি উভয় পক্ষই যেন তাদের সবোর্চ্চ মুরুব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা , দেশের সাম্প্রতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা সহ ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত সকল অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার করা।
তিনি আরো জানান, অতিদ্রুতো সময়ের মধ্যে প্রস্তাবগুলোর আলোকে, কোন পদক্ষেপ দৃশ্যমান না হলে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে, জোড়ালো অবস্থান কর্মসুচি পালন করতে, বাধ্য হবে তারা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র মোহাম্মদ আলী, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম, পলাশবাড়ী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মহাসিন ইসলাম, ভার্সিটির পরিক্ষার্থী মোঃ আপেল মিয়া, কামারজানী ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র মোঃ শরিফুল ইসলাম সহ অনেকে।