আজ শনিবার বিকেল গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আন্ত:দপ্তর টি -১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় গাইবান্ধা জেলা প্রশাসক দল ও জেলা পুলিশ দল অংশ গ্রহন করে। খেলায় জেলা পুলিশ দল ৮ উইকেটে জয়লাভ করে। অনুষ্ঠানে চাম্পিয়ন ও রানার্স আপ টিমকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ চৌধুরী মোয়াজ্জম আহমদ ও জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।
এসময় জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদ সহ ,জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।