মঙ্গলবার বেলা ১১টায় গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের ইনডোরে জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় জেলার সাত উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
জেলা বিএনপির সভাপতি ডা.ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, গ্রাম বিষয়ক সম্পাদক
আনিসুজ্জামান খান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সাংগঠনিক সভা থেকে জেলা বিএনপির সকল ইউনিটকে কাউন্সিলের প্রস্ততি নেয়ার নির্দেশ দেয়া হয়।
এসময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের আর কোন পথ নাই,বাংলাদেশকে শক্তিশালী করতে হলে বিএনপিতে এগিয়ে নিতে হবে ।