ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিএনপি সেক্রেটারি আনোয়ার হোসেন আনু মুন্সীর সঙ্গে একই গ্রামের কৃষক দলের সাবেক সভাপতি করিম মোল্লার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম্য দলাদলি চলে আসছিল।
পরে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সকাল সাড়ে ৯টার দিকে শরিফাবাদ হাটে মিটিং করে বাড়ি ফেরার পথে খারদিয়া গ্রামে আনোয়ার মুন্সীর লোকজন করিম মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। তখন করিম মোল্লার লোকজন পাল্টা মামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২০ জন নেতাকর্মী আহত হন। এসময় ৪টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কৃষক দলের সভাপতি করিম মোল্লা জানান, ৫ আগস্টের পর বিএনপি নেতা আনোয়ার আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার করে। গত ২৫ জানুয়ারি আমাদের কৃষকদলের মিছিল বের করতে বাধা দেয়।
বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, নিক্সন চৌধুরীর এক নম্বর সমর্থক নিরু খলিফার লোকজন আমাদের বিএনপি নেতাকর্মীর উপরে হামলা চালিয়ে আহত করেছে। এতে নেতৃত্ব দেন কৃষক দলের নেতা করিম মোল্লা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।