জেলা সদরের বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাশঁঝাড়, গাছ সহ বিরোধপুর্ন জমিটির মাটি কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৯ জন কে আসামি করে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মোঃ সেলিম সরকার(৫৭)।
অভিযুক্তরা হলেন রিফাইতপুর গ্রামের মোঃ ছাবেদ আলী(৬১) ও তার ৩ ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩২), মোঃ আমিনুল ইসলাম (৪৪), মোঃ আব্দুল আজিজ (২৮), তার স্ত্রী আনোয়ারা বেগম, ৩ পুত্র বধু মোছা: ফাতেমা বেগম (৩৯), মোঃ কোহিনূর বেগম(২৪), ও মিম বেগম(২৫) এবং তাদের সহযোগী মোছা: শাপলা বেগম(৩৮)।
জানা যায়, সেলিম মিয়া ১ বিঘা জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। জমিটি তাদের বলে দাবি করে এবং দখল করার পায়তারা করে প্রতিবেশী মোঃ ছাবেদ আলী।
পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ছাবেদ আলী তার লোকজন নিয়ে বিরোধপুর্ন জমিতে থাকা বাঁশঝাড় থেকে প্রায় ২৫০ টি বাঁশ, ১০ টি মেহগনি গাছ ও জমিটির মাটি পর্যায়ক্রমে কেটে নিয়ে যায়।
২৫০ টি বাঁশ যার আনুমানিক মুল্য ১ লাখ ১০ হাজার টাকা, ১০ টি মেহগনি গাছের মুল্য আনুমানিক ১ লাখ টাকা এবং জমি থেকে মাটি কাটার ফলে ক্ষতির পরিমান ২০ হাজার টাকা। পরিশেষে ভুক্তভোগী সেলিম ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের কে এলোপাতাড়ি মারপিট করা হয়।
পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং প্রতিপক্ষগন নানা রকম হুমকি দিয়ে চলে যায় । এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হলেও পুলিশ কোন আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করে নি।