গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও তার ভাই সুজা কে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সবশ্রেনীর জনগনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, সাঘাটা ইউপি সদস্য গোলাম ব্যাপারি, সাবেক মেম্বার সফর আলী, জাহিদ হোসেন, জুয়েল রানা, সোহাগ মিয়াসহ অনেকেই।
বক্তারা বলেন চেয়ারম্যান সুইট দীঘ ১ যুগ আগে কাশিয়ার ব্যবসায়ী ছিলেন । ২০১১ সালে যখন সে যখন চেয়ারম্যান পদপ্রার্থী হয় তখন তার হলফনামায় ভুমিহীন উল্লেখ করা হয় ।
সৈরাচার আওয়ামীলীগের দোষর হয়ে সে ও তার ভাই সুজা যমুনা নদী বেষ্টিত চরগুলো দখল করে করে প্রতিদিন অবৈধভাবে প্রায় লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে প্রকাশ্যে বিক্রি করছে। এতে ক্ষতির শিকার হচ্ছে স্থানীয়রা। দীঘ ১ যুগে এসব অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ।
কেউ প্রতিবাদ করতে গেলে তাদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হতে হয় ।পরে বিক্ষোভ মিছিল হয় এবং গাইবান্ধা পলাশবাড়ী সড়ক কিছুক্ষন অবরোধ করে রাখা হয় । মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক, সেনা বাহিনী ও প্রধান উপদেষ্ট বরাবর স্বারকলিপি প্রেরণ করা হয়।