পৌর শহরের ২ নং রেলগেট রিক্সা শ্রমিক ইউনিয়ন অফিস সংলগ্ন মেথরপট্রিতে মাদকের আস্থানা বন্ধ ও তাদের লোকজন দ্বারা উদয়ন প্রিন্টিং প্রেসে হামলা ভাংচুর এবং লিমন কে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসার্স মার্কেটের সামনে জেলা কার মালিক সমিতি ,জেলা কার মাইক্রো ও এম্বুলেন্স শ্রমিক কল্যান সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন রউফ মিয়া ,মারুফ হোসেন ,আলমগীর হোসেন সহ অন্যরা ।
বক্তারা বলেন ,শহরের নির্দিষ্ট এলাকায় মাদক ব্যবসা চলে আসছে।এর প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রেস মালিক আব্দুর রউফ মিয়া ও তার ছেলে লিমনের উপর হামলা করে । তারা এর সুষ্টু বিচার চান ।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।