গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : 03:40:30 pm, Thursday, 13 February 2025
  • 185 Time View

Oplus_131072

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আব্দুল্যাহ আল-মামুন মন্ডল (৩০) কে প্রকাশ্যে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মন্ডল (৩০) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বর্তমানে তিনি বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মন্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পর পরই এক দল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নিয়ে যায়। কিন্তু পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাদুল্লাপুরের ধাপেরহাটে অবস্থান নেয়। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দু‘ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে স্বজনরা মামুনের মরদেহ সরিয়ে নেয়।
নিহতের পিতা আব্দুল মান্নান মন্ডলের জানান, গত কয়েক বছর থেকে দলের সাথে আব্দুল্যাহ আল-মামুন সক্রিয় ছিলেন না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি এই হত্যার বিচার চান।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা প্রেক্ষিতে তারা সরে যান।পুলিশ হত্যাকারী দূর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

Popular Post

গাইবান্ধায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : 03:40:30 pm, Thursday, 13 February 2025

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আব্দুল্যাহ আল-মামুন মন্ডল (৩০) কে প্রকাশ্যে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মন্ডল (৩০) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বর্তমানে তিনি বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মন্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পর পরই এক দল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নিয়ে যায়। কিন্তু পথে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাদুল্লাপুরের ধাপেরহাটে অবস্থান নেয়। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দু‘ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে স্বজনরা মামুনের মরদেহ সরিয়ে নেয়।
নিহতের পিতা আব্দুল মান্নান মন্ডলের জানান, গত কয়েক বছর থেকে দলের সাথে আব্দুল্যাহ আল-মামুন সক্রিয় ছিলেন না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি এই হত্যার বিচার চান।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা প্রেক্ষিতে তারা সরে যান।পুলিশ হত্যাকারী দূর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।