ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দুই শিশুসন্তানসহ বিষপানে স্বামীর ‘আত্মহত্যা’

  • Reporter Name
  • Update Time : 11:41:59 am, Friday, 14 February 2025
  • 89 Time View

ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় ঘটলো ভয়াবহ ঘটনা। রাগে ও অভিমানে দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা। এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩২) এবং তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ ঋণে জর্জরিত হয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো। গত বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এতে ওই দিনই অভিমান করে স্ত্রী হাফিজা দুই শিশুসন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এতে রাগে ও অভিমানে শুক্রবার ভোরে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ দুই শিশুকন্যাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আজ বেলা ১১টায় আবদুর রউফ হাসপাতালে মারা যান। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ‘ঋণ, পাশাপাশি পরিবারের অভাব-অনটনের কারণে স্ত্রীর সঙ্গে তার (আব্দুর রউফ) সম্পর্ক ভালো যাচ্ছিল না। শুনেছি, আব্দুর রউফ বিদেশ যাওয়ার জন্য ঋণ করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

Popular Post

ব্রীজ রোড যুব সমাজের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দুই শিশুসন্তানসহ বিষপানে স্বামীর ‘আত্মহত্যা’

Update Time : 11:41:59 am, Friday, 14 February 2025

ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় ঘটলো ভয়াবহ ঘটনা। রাগে ও অভিমানে দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা। এমনটাই অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩২) এবং তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ ঋণে জর্জরিত হয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো। গত বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এতে ওই দিনই অভিমান করে স্ত্রী হাফিজা দুই শিশুসন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এতে রাগে ও অভিমানে শুক্রবার ভোরে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ দুই শিশুকন্যাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আজ বেলা ১১টায় আবদুর রউফ হাসপাতালে মারা যান। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ‘ঋণ, পাশাপাশি পরিবারের অভাব-অনটনের কারণে স্ত্রীর সঙ্গে তার (আব্দুর রউফ) সম্পর্ক ভালো যাচ্ছিল না। শুনেছি, আব্দুর রউফ বিদেশ যাওয়ার জন্য ঋণ করেন।’