
তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়, মহা পরিকল্পনা বাস্তবায়নে দাবিতে ৪৮ ঘন্টার কমসুচির অংশ হিসেবে উত্তর ৫ জেলার নদীর ১১টি স্থানে জনসমাবেশ এক যোগে শুরু হয়েছে।
সোমবার গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা ব্রীজ পয়েন্টে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, ১ম দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বরকত উল্যা বুলু ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আশাদুল হাবিব দুলু ।

সমাবেশ এ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রেীয় নির্বাহি কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুর জামান খান বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক , সাধারন সম্পাদক মাহমুদুনন্নবী টিটুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, তিস্থা শুধু একটি নদীর নাম নয়, এটি আমাদের সংষ্কৃতি, অর্থনিতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবন রেখা। আন্দোলনের মাধ্যমে পানির ন্যায্য হিসাব আদায় করতে হবে।
বুলু আরও বলেন, ‘যারা দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করেছে, জনগণের দিকে তাকায়নি। আট হাজার কোটি টাকা দিতে চেয়েছিল চীন। তারা সমীক্ষা ও ডিজাইনও করেছিল, কিন্তু সরকার ভারতের পররাষ্ট্রনীতির কাছে নতজানু হওয়ার কারণে এ প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।
এখন আর আমরা ভারতের কথা শুনব না। এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। বিদেশ যদি সাহায্য না করে, বাংলাদেশের অর্থেই এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তিস্তা বাঁচাতে উত্তরাঞ্চলের মানুষকে জাগতে হবে, তাহলেই দাবি আদায় হবে ইনশাআল্লাহ।’
Reporter Name 















