
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা উত্তর ধোপাডাঙ্গা গ্রামে জোর পুর্বক জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তারা মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন তারা মিয়ার ২ চাচাতো ভাই সবুজ(৩২) ও,সুজা(২৮)চাচী রশিদা বেগম(৬৫), ভাতিজা সোহাগ মিয়া (২২) ও ভাবী মোছলেমা বেগম (৪৪) ।
অভিযোগের বিবরনী থেকে জানা যায়, প্রতিপক্ষগন তারা মিয়ার পিতার কাছ থেকে পাওয়া সাড়ে ৪ শতক জমি জোর পুর্বক দখল করে আছে। এমন অবস্থায় গত শুক্রবার বিরোধপুর্ন জমিতে তারা মিয়া গেলে তাদের কে নানা রকম হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
পরে প্রতিপক্ষগন লোকমুখে বলাবলি করে তারা সহ তার পরিবারের বাকি সদস্যদের কে শারিরীক জখম এবং হত্যা সহ মিথ্যা মামলা দিয়ে আর্থিক ভাবে হয়রানি করবে। ঘটনাটির পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Reporter Name 















