
গাইবান্ধায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় পথচারী জোসনা বেগম নিহত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহা-সড়কের ঢোলভাঙ্গা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে ।নিহত জোসনা বেগম (৫০) পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী আলিফ মীম পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢোলভাঙ্গায় পৌচ্ছলে এসময় রাস্তা পারাপারের সময় জোসনা বেগম বাসটির চাপায় গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও র্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও চালকের সহকারি পলক মিয়াকে আটক করে র্যাব।