
জেলা সদরের উত্তর খোলাহাটি গ্রামের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় নিহত শামীমের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানা রকম হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নিহত শামীমের পরিবার। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নিহত শামীমের চাচা মোস্তাফিজুর রহমান(৫৪)।
তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ই ডিসেম্বর আনুমানিক রাত ১১ টায় শামীম দাড়িয়াপুর বাজারে অবস্থিত তার হোমিওপ্যাথি চেম্বার বন্ধ করে আসার পথে পুর্ব পরিকল্পিত ভাবে হাবিবুল্লাহ রিংকু, রাকিবুল হাসান জীম ও তাহসিন তাদের কয়েকজন সহযোগীদের নিয়ে এলোপাতাড়ি মারপিট সহ ধারালো অস্ত্র দ্বারা গুরতর জখম করে।
আহত অবস্থায় শামীম কে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর রাতে মারা যায়। পরে নিহত শামীমের পরিবার প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
তাদের দায়ের করা হত্যা মামলা তুলে নেবার জন্য নানা রকম চাপ ও হমুকি দিতে থাকে ।নিহত শামীমের পরিবার মামলা তুলে নিতে রাজী না হলে এতে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষগন নিজেদের ক্ষতি করে নিহত শামীমের পরিবার সহ গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ।
তিনি আরো জানান, তাদের দায়ের করা হত্যা মামলার ৫ নং আসামী আফজাল হোসেনের মেয়ে তহমিনা খাতুন লালমনিরহাটে কারা পুলিশ হিসেবে কর্মরত থাকায় তারা গ্রেফতার হলে সে নিজে এবং তার সহকর্মীর দ্বারা জেল খানার ভিতরে নানা অত্যাচার করবে এমন হুমকি দেন।
ভুক্তভোগীগন পুলিশ প্রশাসনের নিকট তাদের দায়ের করা হত্যা মামলার সুষ্ঠ তদন্ত, আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাদের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শামীমের পরিবারের লোকজন, এলাকাবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।