আওয়ামী ফ্যাসিষ্টদের কাউন্সিলার করা ও আহবায়ক কমিটি বিলুপ্ত না করে নতুন আহবায়ক কমিটি করে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় ডিসি অফিসের সামনে সাকো আয়াত হোসেন মার্কেটে সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রোস্তম আলী। তিনি জানান, ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল কে সামনে রেখে দুই হাজার বাইশ সালের ৬ মার্চ তাকে আহবায়ক ও একরামুল হক কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় উপজেলা বিএনপি।
নিয়ম অনুযায়ী তারা পুর্নাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে।পরে সেই বছরের শেষের দিকে উপজেলা কমিটি সাক্ষরিত নতুন করে আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নব্য আহবায়ক কমিটি পুর্বের ওয়ার্ড কমিটির ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের বিভিন্ন পদ পদবি ধারী ও তাদের পারিবারিক লোকজনদের নিয়ে মনগড়া প্রহসনের কাউন্সিল করার লক্ষ্য পুনরায় ওয়ার্ড কমিটি প্রকাশ করে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তিনি আরো জানান, এ বিষয়ে একাধিকবার গাইবান্ধা জেলা বিএনপি কে একাধিকবার অবগত করলেও কোন সমাধান হয়নি।নব্য কমিটিকে বাতিল করে পুরোনো কমিটি বহাল রেখে পুনোরায় নির্বাচনের তফসীল ঘোষনার জোর দাবি জানানো হয় ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হাই মাষ্টার, সাহারুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজু, সার্জেন্ট আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, ও আব্দুল মোমেন মোল্লা সহ অনেকে।